Kabul Firing
Share it

তালিবানরা কাবুলের দখল নেওয়ার পর থেকেই আতঙ্কের ছবিটা স্পষ্ট। সাধারণ মানুষ প্রাণভয়ে দেশ ছাড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তারই জেরে কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভীড়। সকলেই ফ্লাইট ধরে পালিয়ে যেতে চাইছেন দেশ ছেড়ে। এমনই ছবি ভাইরাল হওয়ার পর এবার সামনে এল বিমানবন্দরে গুলি চালানোর ভিডিও।


আমেরিকার তরফে তালিবানকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনওভাবেই তারা যেন কাবুল এয়ারপোর্টে ঢোকার চেষ্টা না করে। তিন্তু, মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও এদিন তালিবানরা এয়ারপোর্টে ঢুকতে চাইলে গুলি চালায় US Troop। এই ঘটনায় কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা ANI-এর দাবি, কাবুল বিমানবন্দরে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।


এর পাশাপাশি আরও একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তালিবানরা কাবুল শহরে প্রবেশ করার পর গুলির শব্দ শুনে প্রাণ ভয়ে বিমানবন্দরের দিকে ছুটে পালাচ্ছেন সাধারণ মানুষ। যেকোনওরকমে ফ্লাইট ধরে তারা দেশ ছাড়তে মরিয়া।

Share it