Share it

বহরমপুরের জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ট্রাক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন আরও পাঁচ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটে বহরমপুর থানার চুঁয়াপুর মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।

আশঙ্কাজনক অবস্থায় চার জনের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় হালকা চোট পেয়েছেন সুরজিৎ মণ্ডেল নামে এক পুলিশকর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই টোটোতে ছিল এক পুলিশ কর্মীর পরিবার। ডাক্তার দেখাতে নদীয়ার করিমপুর থেকে বহরমপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। টোটোয় ছিলেন পুলিশকর্মীর মা, দুই দিদি, ভাগ্নে ও টোটো চালক।

চুঁয়াপুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে হঠাৎ উলটো দিক থেকে আসা একটি বালি ভর্তি ট্রাকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। টোটো যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কমলা মণ্ডল (৬২) নামে এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Share it