অভিযুক্ত যুবক
Share it

টাকার বিনিময়ে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেওয়া হত। এমনই এক ভুয়ো চক্রের হদিশ পেল শিলিগুড়ি পুলিশ প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির সেবক রোড এলাকায়।


ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিলিগুড়ির পানিট্যাঙ্কি আউট পোস্টের পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবক বিশাল দত্ত মাটিগাড়া এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি করোনা পরীক্ষার নমুনা ও ভুয়ো রিপোর্ট উদ্ধার করেছে পুলিশ।

বিশালকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, শিলিগুড়ি মাটিগাড়া এলাকায় ওই যুবক করোনা পরীক্ষার জন্য শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে নমুনা সংগ্রহ করত। পরীক্ষার পর সে রিপোর্ট পৌঁছে দিত বাড়িতে। মঙ্গলবার রাতে ওই যুবককে ল্যাবের কর্মী ও অভিযোগকারীরা সেবক রোডে ধরে এবং পানিট্যাঙ্কি আউটপোস্ট থানার পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাটিগাড়ার খাপরাইল মোড়ের একটি ল্যাবে কাজ করত অভিযুক্ত বিশাল দত্ত। কিন্তু, গত এপ্রিল মাসে তাকে চাকরি থেকে তাড়িয়ে দেয় ল্যাব কর্তৃপক্ষ। তারপর থেকেই অভিযুক্ত যুবক ল্যাবের পরীক্ষা করাতে আসা বিভিন্ন এলাকার রোগীদের তথ্য সংগ্রহ করে ফোনের মাধ্যমে যোগাযোগ করত। রোগীদের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে তাঁদের ভুয়ো রিপোর্ট দিত। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনার পিছনে আর কেউ জড়িত কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Share it