Share it

এক চুক্তি সমস্যায় জেরবার লাল-হলুদ শিবির। তার ওপর আরও চাপ বাড়াল ফিফার একটি চিঠি। ইস্টবেঙ্গলকে শাস্তি দিয়ে চিঠি পাঠিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, ইস্টবেঙ্গল কোনও নতুন ফুটবলারকে সই করাতে পারবে না।

বেতন না পেয়ে কয়েকজন ফুটবলার ফিফার দ্বারস্থ হয়েছিলেন। এক মাস আগে বেতন দিয়ে দেওয়ার জন্য ফিফা ইস্টবেঙ্গলকে নির্দেশ দিয়েছিল। কিন্তু, সেই নির্দেশ অমান্য করে লাল-হলুদ শিবির। আর এই নির্দেশ অমান্য করার জন্যই এবার এল শাস্তির চিঠি।

কোয়েসের আমল থেকেই সমস্যাটা জারি ছিল। দলের ফিজিও ও কয়েকজন ফুটবলারের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল কোয়েস ইস্টবেঙ্গল। অভিযোগকারীদের দাবি, তাঁদের বেতন বাকি রেখেছে ইস্টবেঙ্গল ক্লাব। বকেয়া বেতন না পেয়েই ওই ফুটবলাররা বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার দ্বারস্থ হয়েছিলেন। যদিও কোয়েস স্পষ্ট জানিয়ে দেয়, যেহেতু তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের আর কোনও সম্পর্ক নেই, তাই তারা বকেয়া বেতনের দায়ভার নিতে পারবে না। অপর দিকে, কোয়েসের আমলের দায় তাদের পক্ষে নেওয়া সম্ভব নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শ্রী সিমেন্টও।

ফলে মহা ফাঁপরে পড়েছে ইস্টবেঙ্গল ক্লাব। চাপে পড়ে শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তাঁরা ওই অর্থ দিয়ে দ্রুত সমস্যা মিটিয়ে নেবেন। তবে এই সমস্যার জন্য তিনি কোয়েসকে দায়ী করেছেন। তিনি জানান, কয়েকজন ফুটবলারকে এক তরফাভাবে কোয়েস টার্মিনেট করেছিল। সেই সিদ্ধান্ত ফিফা মেনে নেয়নি। এখন সেই সিদ্ধান্তের দায় নিতে হচ্ছে ক্লাবকে।

একদিকে শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি নিয়ে জট। তার ওপর ফিফার চিঠি সমস্যা। অথচ ফেডারেশনের ফুটবলার রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে। কিন্তু ইস্টবেঙ্গল এখনও পড়ে রয়েছে জটিলতার অন্ধকারে। ISL-এ দল খেলতে পারবে কিনা ঠিক নেই। পারলেও দল কী হবে কেউ জানে না। সব মিলিয়ে গভীর সমস্যায় লাল-হলুদ শিবির।

Share it