নিউজ ওয়েভ ইন্ডিয়া: ক্রমশ দেশজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন Omicron। রবিবার রাজস্থানের জয়পুরে ৯ জন এবং মহারাষ্ট্রে ৭ জনের দেহে ওমিক্রনের খোঁজ মিলেছে।
জানা গেছে, মহারাষ্ট্রে Omicron আক্রান্তদের মধ্যে চার জন বিদেশ থেকে ফিরেছেন। বাকিরা ওই চার জনের ঘনিষ্ঠ। এর ফলে মহারাষ্ট্রে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা এখন ২১। পাশাপাশি জয়পুরে রবিবার ৯ জনের শরীরে করোনার ওমিক্রন স্ট্রেইনের খোঁজ পাওয়া গেছে।
Two relatives of the #Gujarat's first #Omicron case, a #Zimbabwe resident in Jamnagar, were diagnosed as #COVID19 positive, and have been isolated and their samples sent for genome sequencing. pic.twitter.com/DFo9zU8Huz
— IANS Tweets (@ians_india) December 5, 2021
রবিবার সকালে দিল্লিতেও Omicron স্ট্রেইনে আক্রান্ত ব্যক্তির হদিশ পাওয়া গেছে। সবমিলিয়ে Omicron ইতিমধ্যেই চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।