রাজ্যসভায় প্রধানমন্ত্রী
Share it

“বিরোধীরা দেশের ভালো নিয়ে চিন্তিত নন, তারা সরকারকে ব্যর্থ দেখাতেই বেশি উৎসাহী।” রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পর জবাবি বক্তব্য রাখতে গিয়ে বাংলার রাজনীতি নিয়ে এমনই কটাক্ষের সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে।


সংসদের উচ্চ কক্ষে দাঁড়িয়ে মোদীর অভিযোগ, “দেশে বিরোধিতার অনেক ইস্যু আছে, কিন্তু, সেসব ছেড়ে দেশের সাফল্য নিয়েও কটাক্ষ করছেন বিরোধীরা। এতে দেশবাসীর মনোবল ভেঙে যায়।” কৃষক আন্দোলন নিয়ে বিদেশি সেলেব্রিটি টুইট প্রসঙ্গে কেন্দ্রের অবস্থানের সমালোচনা করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ট্রাম্পের হয়ে মোদীর প্রচার ‘হাউডি মোদী’ ক্যাম্পেনের কথা তুলেও কটাক্ষ করেন তিনি। সেই ‘হাউডি মোদী’ অস্ত্রেই ডেরেককে পালটা বিদ্ধ করেন নরেন্দ্র মোদী।


ডেরেকের আক্রমণের জবাবে তিনি বলেন, “গণতন্ত্র নিয়ে বিরোধীরা সংসদে অনেক কথা বলেছেন। মনে হচ্ছিল যেন বাংলার কথা বলছেন।” তাঁর দাবি, “গণতন্ত্র নিয়ে বিরোধীরা যা বলেছেন, মানুষ তা বিশ্বাস করে না। ভারত শুধু বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রিক দেশ নয়। গোটা বিশ্বের গণতন্ত্রের জননী ভারত।”


রাজ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্দোলনকারীদের কটাক্ষ করে ‘আন্দোলনজীবী’ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “এঁরা ‘পরজীবী’। এঁদের তুলে ছুড়ে ফেলে দিতে হবে।” তবে একইসঙ্গে আন্দোলনকারী কৃষকদের সরকারের সঙ্গে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সরকারের সঙ্গে আলোচনায় বসুন, আন্দোলন প্রত্যাহার করুন।”

Share it