নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রতিবছরের মতো এবারেও আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ প্রাঙ্গনে। অংশ নিয়েছিলেন NCC-এর ২০ বেঙ্গল ব্যাটেলিয়নের ক্যাডেটরা। ছিলেন অ্যাসোসিয়েট NCC অফিসার লেফটেন্যান্ট ডঃ ত্রিজিৎ নন্দা। ১০০-রও বেশি ক্যাডেট এদিন যোগাসন কর্মশালায় অংশ নেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী UNGA-তে বক্তৃতার সময় প্রথম আন্তর্জাতিক যোগ দিবসের ধারণাটি উপস্থাপন করেছিলেন । এরপর ২০১৪ সালে ২১ জুন তারিখকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করেছে UNGA। ২০১৫ সাল থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। প্রত্যেক বছরই যোগ দিবসের একটা থিম থাকে। এবছরের থিম হল ‘যোগা ফর হিউম্যানিটি’। শরীর ও মন সতেজ রাখতে মানুষের জীবনে যোগাভ্যাসের গুরুত্ব কতটা, সেই সম্পর্কে সচেতনা বাড়াতে এই দিনটি পালন করা হয়।
বিশ্বের মধ্যে ভারতেই সর্বপ্রথম যোগচর্চা শুরু হয়েছিল। তার উল্লেখও পাওয়া যায় ঋক্ বেদের মতো প্রাচীন পৌরাণিক বইগুলিতে। শরীর ও মনকে সুস্থ রাখতে যোগব্যায়ামের কার্যকারিতা অপরিসীম। তাই প্রত্যেক মানুষের যোগব্যায়াম করা প্রয়োজন।