রুনা খামারু : বিশ্ব পরিবেশ দিবস পালন করা হল আলিপুর চিড়িয়াখানায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মাননীয় শ্রীমতি বীরবাহা হাঁসদা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, রাজ্যের কয়েকটি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, অধ্যাপক সহ বহু বিশিষ্টরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান, বিশ্ব পরিবেশ দিবস ও তার সঙ্গে ফরেস্টের সম্পর্ক নিয়ে একটি আলোচনার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিরুদ্ধ মুখোপাধ্যায় ও স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল ডক্টর মধুমঞ্জরি মণ্ডল সহ অন্যান্যরা। আলিপুর চিড়িয়াখানায় পশুপাখিদের দত্তক নেওয়ার প্রচলন রয়েছে বহুদিন ধরেই। যেসব সংগঠন বা যাঁরা ব্যক্তিগতভাবে পশপাখি দত্তক নিয়েছেন, এই বিশেষ দিনটিতে তাঁদের নিয়ে ‘অ্যাডপটার্স মিট’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও জানান, এদিনের অনুষ্ঠানে বৃক্ষ রোপনের পাশাপাশি একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠান শেষে চিড়িয়াখানার তরফে তাঁদের একটি করে গিফ্ট কিট ও চারাগাছ উপহার দেওয়া হয়। বিশেষভাবে সক্ষম ২২০ জন শিশুকে চিড়িয়াখানা (Zoological Garden Alipore) দেখাতে নিয়ে আসে শহরের একটি খ্যাতনামা স্বেচ্ছাসেবী সংগঠন। ওই শিশুদের জন্য চিড়িয়াখানার তরফে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয় এদিন।
পাশাপাশি ওই সংস্থার তরফেই চিড়িয়াখানায় যাঁরা রক্ষণাবেক্ষণের কাজ করেন ও নিয়মিত পশুপাখিদের দেখাশোনা করেন তাঁদের টি-শার্ট প্রদান করা হয়। এছাড়া বিশ্ব পরিবেশ দিবসে আলিপুর চিড়িয়াখানার ১০টি পশুপাখি দত্তকও নেয় ওই সংস্থা। এদিন চিড়িয়াখানার গোটা অনুষ্ঠানটি ওই সংস্থাই স্পনসর করে বলেও জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।