ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর ব্রড স্ট্রিটের বাড়ির শৌচালয়ের ভেতর থেকে উদ্ধার করা হয় ৮০ বছর বয়সী এই ফ্যাশন ডিজাইনারের দেহ। কেন, কখন, কীভাবে তাঁর মৃত্যু হল তাই নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ।
সূত্রের খবর, তাঁর বাড়ির শৌচাগারে চিৎ হয়ে পড়ে থাকা অবস্থায় দেখা যায় শর্বরী দত্তকে। বাঁ পায়ে গোড়ালির উপরে কাটা দাগ ছিল। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণও হয়েছে। কিন্তু কীভাবে পায়ে সেই কাটা দাগ এল তা স্পষ্ট নয়। পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন, না সেই আঘাত আগেই লেগেছিল, তা এখনও স্পষ্ট নয়। চিৎ হয়ে পড়লে মাথার পিছনে আঘাত লাগার সম্ভাবনা থাকে। কিন্তু, এক্ষেত্রে তাঁর মাথায় বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মাথায় ইন্টারনাল ইনজুরিও থাকতে পারে। পুলিশি তদন্ত সম্পূর্ণ হলেই বিষয়টি স্পষ্ট হবে। শুক্রবার শর্বরী দত্তের দেহ ময়নাতদন্ত হবে। তার আগে মৃত্যুর আসল কারণ, দেহের কোথায় কোথায় আঘাত রয়েছে, কেন রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারছে না পুলিশ। ব্রড স্ট্রিটের বাড়িতে ছেলে অমলিন ও পুত্রবধূর সঙ্গে থাকতেন প্রখ্যাত এই ফ্যাশন ডিজাইনার। পুলিশের কাছে ছেলে জানিয়েছেন, বৃহস্পতিবার সারাদিনই তাঁদের সঙ্গে দেখা হয়নি মায়ের।
আজ থেকে প্রায় তিরিশ বছর আগে ভারতীয় পুরুষদের জন্য ভাবতে শুরু করেন শর্বরী। প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার সঙ্গে দেশীয় সংস্কৃতির মিলন ঘটিয়েছিলেন পুরুষদের ফ্যাশনে। পুরুষ ফ্যাশনে নতুন ট্রেন্ড তৈরি করেছিলেন শর্বরী দত্ত। রঙিন ধুতির চল তিনিই প্রথম চালু করেছিলেন এদেশে। তাঁর ডিজাইনের পোশাক পরেননি, ইন্ডাস্ট্রিতে এমন অভিনেতা বা মডেল সম্ভবত খুঁজে পাওয়া দুষ্কর। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিভিন্ন মহলে।