People
Share it

এ বার আদমসুমারি হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ কথা জানিয়েছে। এরফলে কাগজে-কলম এখন অতীত হতে চলেছে। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে দেশে।


স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছেন, ১৬তম আদমসুমারি হবে পুরোপুরি ডিজিটাল। এত দিন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা করা হত। আদমসুমারির কাজে জড়িত কর্মীরা কাগজে-কলমে পরিবারে কত জন সদস্য রয়েছেন, তা নথিবদ্ধ করতেন। সেই পদ্ধতিতে একটি ফর্মও পূরণ করতে হত। এতে বেশ সময়ও লাগত। এ বার আর ফর্ম পূরণের কোনও সমস্যা থাকছে না।

স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এ বার থেকে আদমসুমারির কাজে নিযুক্ত কর্মীদের কাছে থাকবে ট্যাবলেট বা স্মার্টফোন। প্রতিটি বাড়িতে গিয়ে তাঁরা সেই তথ্য ডিজিটাল উপায়ে নথিভুক্ত করবেন। একইসঙ্গে আদমসুমারি সম্পর্কিত একটি মোবাইল অ্যাপ ও পোর্টাল চালু করবে কেন্দ্র। সেই অ্যাপ ও পোর্টালে তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়াও এরমাধ্যমে লোকগণনা সংক্রান্ত যাবতীয় কাজের উপর নজরদারি চালানো হবে।

Share it