এ বার আদমসুমারি হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ কথা জানিয়েছে। এরফলে কাগজে-কলম এখন অতীত হতে চলেছে। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে দেশে।
MoS for Home Nityanand Rai says forthcoming Census will be the first digital Census and there is a provision for self-enumeration.
— All India Radio News (@airnewsalerts) August 10, 2021
স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছেন, ১৬তম আদমসুমারি হবে পুরোপুরি ডিজিটাল। এত দিন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা করা হত। আদমসুমারির কাজে জড়িত কর্মীরা কাগজে-কলমে পরিবারে কত জন সদস্য রয়েছেন, তা নথিবদ্ধ করতেন। সেই পদ্ধতিতে একটি ফর্মও পূরণ করতে হত। এতে বেশ সময়ও লাগত। এ বার আর ফর্ম পূরণের কোনও সমস্যা থাকছে না।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এ বার থেকে আদমসুমারির কাজে নিযুক্ত কর্মীদের কাছে থাকবে ট্যাবলেট বা স্মার্টফোন। প্রতিটি বাড়িতে গিয়ে তাঁরা সেই তথ্য ডিজিটাল উপায়ে নথিভুক্ত করবেন। একইসঙ্গে আদমসুমারি সম্পর্কিত একটি মোবাইল অ্যাপ ও পোর্টাল চালু করবে কেন্দ্র। সেই অ্যাপ ও পোর্টালে তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়াও এরমাধ্যমে লোকগণনা সংক্রান্ত যাবতীয় কাজের উপর নজরদারি চালানো হবে।