ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, বারবার বলা সত্ত্বেও কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না। প্রকল্প অনুমোদনে কোনও উৎসাহ দেখাচ্ছে না। ফলে প্রতিবছর বন্যায় ডুবে যাচ্ছে ঘাটাল। মুখ্যমন্ত্রী বলেন, হেলিকপ্টার থেকে সমস্ত এলাকার ছবি তিনি তুলে নিয়েছেন। কলকাতায় ফিরে তিনি রিপোর্ট দেবেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করবেন। তবে ঘাটালে আরও অনেক পরিকল্পনা ও ক্যাম্প প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন।
এদিন ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামেন জলেও। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ দেব, মানস ভুঁইঞা, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক জুন মালিয়া, হুমায়ুন কবীর ও অন্যান্য জন প্রতিনিধিরা। ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে বেলা ১২টা নাগাদ ঘাটালে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনিক আধিকারিকরাও।
ঘাটালে পৌঁছে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে যান মুখ্যমন্ত্রী। তিনি ভারত সেবাশ্রম সংঘ সহ বিভিন্ন NGO কে অনুরোধ করেন বিপর্যস্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য।
#WATCH | West Bengal Chief Minister Mamata Banerjee conducts an aerial survey of flood-affected areas in Ghatal, Paschim Medinipur district. pic.twitter.com/rkcFFsgnsf
— ANI (@ANI) August 10, 2021