ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছে ‘পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস’ নিয়ে। ১০ নম্বরের উত্তর লিখতে বলা হয়েছে ২০০ শব্দে। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
শুধু তাই নয়, পরীক্ষার্থীদের ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বিষয়ের উপর লিখতে বলা হয়েছে। নয়াদিল্লিতে অক্সিজেন সরবরাহের সমস্যা নিয়েও লিখতে বলা হয়েছে পরীক্ষার্থীদের।
তৃণমূলের তরফে বিষয়টির তীব্র নিন্দা করা হয়েছে। সাংসদ সৌগত রায় বলেছেন, “এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। রাজনীতি টেনে এনে পুরো ব্যবস্থাটাকেই নষ্ট করে দিচ্ছে বিজেপি।” যদিও পালটা তোপ দেগেছে BJP। তাদের দাবি, স্কুল পাঠ্যপুস্তকে সিঙ্গুর আন্দোলনের বিষয়কে স্থান দিয়ে রাজনীতি করেছে তৃণমূলই।