তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে CBI-এর তরফে জেরা করা নিয়ে সাহাগঞ্জের জনসভায় নিজের ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডানলপের সভা থেকে মমতা (Mamata Banerjee) বলেন, ”ঘরের বউকে বলছে কয়লা চোর! কত বড় দুঃসাহস এদের। মহিলাদের ন্যূনতম সম্মান দিতে জানে না। এর জবাব চাই। জবাব দিতে হবে।”
Every time you (BJP) say that Trinamool Congress is 'Tolabaaj' but I say you (BJP) are 'dangabaaz and dhandabaaz': West Bengal CM Mamata Banerjee in Hooghly pic.twitter.com/ww8iUWxmBW
— ANI (@ANI) February 24, 2021
মোদীকে নিশানা করে মমতা বলেন, “BJP-র আমার উপর খুব রাগ। কিন্তু, মা বোনের অসস্মান করার অধিকার কে দিয়েছে ওদের? আমার বাড়িতে ঢুকে একটা বাচ্চা মেয়ে, ঘরের বউ। তাঁকে কয়লা চোর বলছে। আর কয়লা চোরদের নিয়ে নিজে ঘুরে বেরোচ্ছেন। আপনারাই তোলাবাজ। আপনার সারা গায়ে ময়লা লেগে আছে।”
Bengal will rule Bengal. Gujarat will not rule Bengal. Modi will not rule Bengal. 'Gundas' (miscreants) will not rule Bengal: West Bengal CM Mamata Banerjee in Hooghly pic.twitter.com/C6sChvQVuE
— ANI (@ANI) February 24, 2021
তৃণমূল নেত্রীর পাল্টা প্রশ্ন, “নোটবন্দির টাকা গেল কোথায় গেল, নরেন্দ্র মোদি জবাব দাও। কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন, রেল সেল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদি জবাব দাও।” অভিযোগের সুরেই মমতা বিজেপি নেতাদের বলেন, “গরিব মানুষ দু-দশ টাকা নিলে তোমরা তোলাবাজ বলছ, এদিকে তোমরা কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছ। তার বেলা?”
বাংলায় মহিলা-নারীদের যে সম্মান তৃণমূল দিয়েছে, তা অন্য কেউ কোথাও দিতে পারেনি দাবি করে মমতা এদিন পাল্টা প্রশ্ন তোলেন, “বিজেপিতে মহিলারা আদৌ সুরক্ষিত তো? উত্তরপ্রদেশের অবস্থা কী?”
সোমবার নরেন্দ্র মোদীর নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প সহ বেশ কয়েকটি রেল প্রকল্প উদ্বোধন করেন। তা নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “এই সব প্রকল্প আমি রেলমন্ত্রী থাকাকালীনই করে দিয়ে গিয়েছি। এখন ফিতে কাটছে। দেশের প্রধানমন্ত্রী হয়ে এত মিথ্যে কথা বলতে আমি কাউকে দেখিনি। আমি প্রধানমন্ত্রীকে কিছু বলতে চাই না। কারণ আমি চেয়ারটা সম্মান করি। তিনি আজ আছেন, কাল চলে যাবেন।” কটাক্ষের সুরে তিনি বলেন, “এক নেতা হচ্ছে হোঁদল কুতকুত। আরেজন নেতা হচ্ছেন কিম্ভূত কিমাকার।”