ই স্কুটি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন ফেরত কালীঘাটের পথে নিজেই ই স্কুটি চালালেন তৃণমূল নেত্রী। সকালে ব্যাটারিচালিত স্কুটিতে চেপে নবান্নে যান মমতা। স্কুটি চালিয়ে ছিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় ই-স্কুটি চালালেও, তাঁর পাশেপাশেই ছিলেন নিরাপত্তারক্ষীরা ও ববি হাকিম নিজে। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমে যায়। জনতার উদ্দেশ্যে মাঝে মাঝেই হাত নাড়ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও কখনও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে স্লোগানও দিতে দেখা যায় তাঁকে।

মুখ্যমন্ত্রীর যাত্রা পথে নিরাপত্তা রক্ষার্থে আকাশে ওড়ানো হয় ড্রোন। তবে কলকাতার রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে কোনও আলাদা ব্যবস্থা নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীকে স্কুটার চালিয়ে এগিয়ে আসতে দেখে সমস্ত গাড়িই রাস্তায় দাঁড়িয়ে পড়ে। অনেককেই মোবাইলে ছবি তুলতে দেখা যায়।

সকাল ১১টা নাগাদ হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালক ছিলেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। নবান্নে পৌঁছে মমতা বলেন, বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।

Share it