মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)
Share it

সকলের জন্যই এবার স্বাস্থ্যসাথী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাড়ে সাত কোটি পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা রেখেছিল রাজ্য সরকার। এবার আরও আড়াই কোটি মানুষকে এর আওতায় আনতে চান তিনি। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ পাবেন। গৃহকর্ত্রীর নামে এই মেডিক্লেম কার্ড করেছে সরকার। এবারেও গৃহকর্ত্রীর নামে বিমা কার্ড করা হবে। তার সুবিধা পাবেন পরিবারের সকল সদস্য।
দেখুন ভিডিও:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এই মেডিক্লেম ক্যাশলেস পরিষেবার আওতাভুক্ত। সরকারি হাসপাতালের পাশাপাশি দেড় হাজার বেসরকারি হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে। যারা কোনও স্বাস্থ্যবিমার সুবিধা পান না, এবার তারাও এই সুবিধা পাবেন, যেমন রিকশওয়ালা, টোটোওয়ালা, ইটভাটা কর্মী, ড্রাইভার সকলেই এই সুবিধা পাবেন।”

১ ডিসেম্বর থেকেই এই পরিষেবা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য সরকারের প্রতি বছরে অতিরিক্ত ২ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন তিনি।

Share it