বোলপুরে আক্রান্ত বিজেপি কর্মী
Share it

বিজেপির সভাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের বোলপুর এবং সাঁইথিয়া থানা এলাকা। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী। অভিযোগের তির তৃণমূলের দিকে।
দেখুন ভিডিও:

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

বুধবার সিউড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কর্মী সমর্থকরা। বোলপুর থানার বাহিরী-পাঁচসোয়া গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা শিমুলিয়া মোড়ে জমায়েত হয়। সেখান থেকে বাস ও মোটরবাইকে সিউড়ি যাওয়ার কথা। সে সময় তৃণমূল কর্মী সমর্থকরা লাঠি সোটা নিয়ে বাস মোটরবাইকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি গুলি চালানোর অভিযোগও উঠেছে।
দেখুন ভিডিও:

দুষ্কৃতীদের হাতে ভাঙচুর হওয়া বিজেপি সমর্থকদের গাড়ি
দুষ্কৃতীদের হাতে ভাঙচুর হওয়া বিজেপি সমর্থকদের গাড়ি

কিছুক্ষণের মধ্যে বিজেপি কর্মী সমর্থকেরা প্রতিরোধ গড়ে তুললে পিছু হঠে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন অভীক মণ্ডল নামে এক বিজেপি কর্মী। তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
একইভাবে সাঁইথিয়া থানার ভ্রমরকোল অঞ্চলে বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি তীর ধনুক দিয়ে বাধা দিলে পিছু হঠতে বাধ্য হয় দুষ্কৃতীরা।

Share it