মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

“ভারতীয় জনতা পার্টি দেশের অভিশাপ, এই অভিশাপকে জব্দ করতে হবে, স্তব্ধ করতে হবে।” বাঁকুড়ার সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু শুধু নয়, এদিন মমতার নিশানায় ছিল সিপিএম ও কংগ্রেসও। বলেন, “তৃণমূলকে হারাতে তিন দল এক হয়েছে। জগাই-মাধাই এক হয়েছে। সিপিএম ওদের সঙ্গে হাত মিলিয়েছে, একদিন বুঝতে পারবে ওরা, কাদের সঙ্গে হাত মিলিয়েছে।”

বিজেপির বিরুদ্ধে ভয়-ভীতির রাজনীতির অভিযোগ তুলে মমতা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। বাংলায় একটাও আসন পাবে না বিজেপি। আমি জেলে থাকলেও তৃণমূলকে জেতাব।”

বাঁকুড়ার শুনুকপাহাড়ী ময়দানে দলীয় মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “অনেকেই বলছেন, এই জেলায় পর্যবেক্ষক কে, ওই জেলায় পর্যবেক্ষক কে। আমি বলছি সারা বাংলায় আমিই পর্যবেক্ষক। কোথায় কী হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, আমি সব জানি। সব বুঝেও তাঁদের ছেড়ে রেখেছি।” তৃণমূল নেত্রী এ দিন আরও বলেন, “মাঝে কিছুদিন একটু ঢিলে দিয়েছিলাম। সরকারি কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু, এ বার পুরো দলটাই আমি দেখব। এই বাঁকুড়ার মাটি থেকেই সেই কাজ শুরু করলাম আমি।”

Share it