kalyan banerjee Governor Jagdeep Dhankhar
Share it

এবার সরাসরি রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায় বলেন, “অপরাধীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে রাজ্যপালের। তাই টুইট করে অপরাধীদের গ্রেফতার করার বিরোধিতা করছেন তিনি।” শুধু তাই নয়, জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করারও দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ।

তৃণমূল ভবনে এদিন সাংবাদিক বৈঠক করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গোবিন্দ আগরওয়াল ও সুদীপ্ত রায় চৌধুরীর মতো দুই দুর্নীতিগ্রস্ত ও অপরাধীর হয়ে সওয়াল করছেন রাজ্যপাল। আর তাই মুখ্যমন্ত্রীকে বারবার আক্রমণ করছেন তিনি।

কল্যাণবাবু আরও দাবি করেন, ভারতীয় দণ্ডবিধির ১৯৭ ধারা অনুযায়ী রাজ্যপাল ধনখড়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোনও অনুমোদনেরও প্রয়োজন হবে না। কল্যাণের কথায়, “জগদীপ ধনখড় রাজ্যপালের মতো ব্যবহার করছেন না। তিনি শুধু রাজ্যপালের পদটাকে ব্যবহার করছেন।’’

পাশাপাশি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছেন, ধনখড়কে যেন অবিলম্বে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ, তিনি সংবিধানের ধারা লঙ্ঘন করেছেন।

Share it