Local Train
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অবশেষে লোকাল ট্রেন চালুর সবুজ সঙ্কেত পাওয়া গেল নবান্নের। ৩১ অক্টোবর থেকেই রাজ্যে ট্রেন চলবে শর্তসাপেক্ষে। বেশ কয়েক মাস ধরেই আমজনতার দাবি ছিল ট্রেন চলাচল শুরু করার। কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্যের সর্বত্র ৫০ শতাংশ টিকাকরণ না হওয়ায় লোকাল ট্রেন চালু করার বিষয়ে বিশেষজ্ঞদের মত পাওয়া যাচ্ছে না।

তবে এবার রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। পুজো মিটে যাওয়ায় জেলা থেকে আসা মানুষের ভীড়ও তুলনামূলক কম হবে। এই কারণেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালুর বিষয়ে শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রায় ৫ মাস পর রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন।

Share it