নিউজ ওয়েভ ইন্ডিয়া: আসন্ন কলকাতা পুরনির্বাচনে সমস্ত বুথে CCTV রাখতে হবে। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুধু বুথই নয়। স্ট্রং রুমেও CCTV ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা পুরভোট নিয়ে এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আসন্ন নির্বাচনে ২৫ শতাংশ বুথে CCTV ব্যবহারের কথা জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর তরফে আদালতকে বলা হয় কলকাতা পুর নির্বাচনে হিংসার আশঙ্কা রয়েছে। তাই অশান্তি এড়াতে সশস্ত্র পুলিশ বাড়ানো এবং সমস্ত বুথে CCTV ব্যবহার জরুরি।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, আদালতের এই সিদ্ধান্তে রাজ্যের কোনও আপত্তি নেই। নির্বাচন কমিশনের আইনজীবীও আদালতে বলেছেন, মামলাকারীর আবেদন মতো সব বুথে CCTV লাগাতে তাদের কোনও আপত্তি নেই।