নিউজ ওয়েভ ইন্ডিয়া: কলকাতা পুরভোটের প্রাক্কালে কোটি টাকা উদ্ধার শহরে। ভোট প্রচারে যখন সমস্ত দলে ব্যস্ততা তুঙ্গে তখন এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কী উদ্দেশ্যে এত টাকা শহরে আনা হয়েছিল অথবা ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।
পুলিশ সূত্রে খবর, পার্কস্ট্রিট এলাকা থেকে সোমবার রাতে ওই বিপুল অর্থ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়ার অর্থের পরিমাণ ১ কোটি টাকা বলে কলকাতা পুলিশ জানিয়েছে। ওই পরিমাণ অর্থ সহ এজি চার্চ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ।
পুরভোটের ঠিক মুখেই শহরের প্রাণকেন্দ্র থেকে এই বিপুল অর্থ উদ্ধারে নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। ঘটনার পেছনে কে কারা যুক্ত সেই তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যে। চোরাপথে আরও অর্থ ঢুকছে কিনা সেবিষয়েও সজাগ দৃষ্টি রাখা হয়েছে শহরে ঢোকার রাস্তাগুলিতে।