Jamtara Gang Arrested
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মাসখানেক ধরে অভিযান চালিয়ে ব্যাংক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল বীরভূমের সাইবার থানার পুলিশ। তাদের কাছ থেকে এক লক্ষ টাকা এবং একটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের সদস্য বলে জানা গিয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, সিউড়ি শহর এলাকায় বেশ কিছুদিন ধরে এটিএম থেকে টাকা তুলে নিচ্ছিল দুষ্কৃতীরা। বিশেষ করে সিউড়ির এসপি মোড়, চৈতালী মোড়, বড়বাগান এলাকার ভারতীয় স্টেট ব্যাংকের এটিএম থেকে টাকা তুলছিল তারা। ১৬ অক্টোবর সিউড়ির সমন্বয় পল্লী বাসিন্দা শিক্ষক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে পর পর দুবার ৪০ হাজার টাকা খোয়া গিয়েছে। তার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম শাখা তদন্তে নেমে পাঁচ জনের পরিচয় পায়।

এরপরেই শুক্রবার রাতে সিউড়ির পাথরচাপুরি থেকে শাহবাজ পারভেজ ও তাজমুল আনসারী নামে দুজনকে গ্রেফতার করে। শাহবাজের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর। আর পাথরচাপুরিতে তাজমুলের বাড়ি রয়েছে। ওই বাড়িতে থেকে দুষ্কৃতীরা জালিয়াতি চালাত।

সিউড়ি সদর আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দাস বলেন, “দুষ্কৃতীরা ভারতীয় স্টেট ব্যাংকের ইউনো অ্যাপ ডাউনলোড করার নাম করে ফোন করত। এরপর ওটিপি শেয়ার করতে বলে এটিএম থেকে টাকা জালিয়াতি করত। সাইবার ক্রাইম শাখা তদন্তে নেমে গ্যাংয়ের খোঁজ পেয়েছে। এরা সকলে ঝাড়খণ্ডের জামতাড়া গ্য়াংয়ের সদস্য।

এদিন ধৃতদের সিউড়ি অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের আদালতে তোলা হলে বিচারক মানবেন্দ্র ঘোষ তাদের চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন”।

জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, “বাকিদের খোঁজে প্রতিবেশী রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শীঘ্রই তাদের ধরা সম্ভব হবে”।

Share it