Fake Gold Coin seized
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের নকল সোনার কয়েন কারবারিকে গ্রেফতার করল বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশ। এনিয়ে এখনও পর্যন্ত ওই প্রতারনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে সাঁইথিয়া থানার পুলিশ। তাঁদের মধ্যে বেশ কয়েকজন জামিনে মুক্ত রয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সাঁইথিয়া থানার বাতাসপুর, আমোদপুর, লাভপুর এলাকায় কয়েক বছর ধরে সোনার কয়েন বিক্রির একটা প্রতারনা চক্র জাল বিছিয়েছে। তাদের প্রতারনার শিকার হয়ে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন। কেউ কেউ সর্বস্বান্ত হয়ে বাড়ি ফিরেছেন। প্রতারনা চক্রের কথা মতো টাকা না দেওয়ায় মার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন বহু মানুষ। এই প্রতারনা চক্র ফোনে পুরনো বাড়ি ভাঙতে গিয়ে এক ঘড়া সোনার কয়েন প্রাপ্তির গল্প ফেঁদে অজানা নম্বরে ফোন করে। এরপর ক্রেতাকে নির্দিষ্ট জায়গায় আসতে বলে তার সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে। দিনের পর দিন মানুষও প্রলোভনে পরে তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন। এই ফোন শুধু সাধারণ মানুষ পেয়েছেন তাই নয়, এক প্রাক্তন অতিরিক্ত জেলা শাসক, বেশ কয়েকজন পুলিশ অফিসারের কাছেও ফোন গিয়েছে। এনিয়ে জেলায় একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে।

এরপরেই তৎপর হন সাঁইথিয়া থানার ওসি মনোজ সিং। তিনি বিভিন্ন সময় টোপ দিয়ে তাদের ধরে জেলে পুরেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একইভাবে টোপ দিয়ে আমোদপুর চৌরাস্তা মোড়ের কাছ থেকে এক যুবককে গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিশ। ধৃত যুবকের নাম শেখ ইসমাইল। বাড়ি লাভপুর থানার হাতিয়া গ্রামে। তাঁর কাছ থেকে উদ্ধার করেছে ৮৫ টি নকল সোনার কয়েন এবং এক লক্ষ ৪০ হাজার টাকার জাল ৫০০ টাকার নোট। এদিন ধৃতকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, “এই প্রতারণা চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান জারি থাকবে। আমরা এই প্রতারণা চক্র নির্মূল করতে চাই”।

Share it