নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিশ্বজুড়ে জ়েব্রা দিবস পালন করা হয়ে থাকে ৩১ জানুয়ারি। এই উপলক্ষে আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoological Garden) কর্তৃপক্ষ একটি ছোটো অনুষ্ঠানের আয়োজন করে বুধবার সকালে। চিড়িয়াখানায় আগত দর্শকদের নিয়ে পালন করা হয় আন্তর্জাতিক জ়েব্রা দিবস (International Zebra Day)।
চিড়িয়াখানার মধ্যে জ়েব্রা এনক্লোজ়ারের সামনে প্রথমে জ়েব্রা নিয়ে একটি আলোচনা পর্ব চলে। এই প্রাণীটি কোথায় পাওয়া যায়, তাদের প্রকৃতি কেমন, তারা কী খায়, কী অসুখ হতে পারে, কত দিন বাঁচে এইধরনের নানান তথ্য তুলে ধরা হয় দর্শকদের সামনে। এরপর জ়েব্রা নিয়ে আয়োজন করা হয় ক্যুইজ়ের। যাঁরা প্রশ্নের উত্তর দিতে পারেন তাঁদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সবশেষে চিড়িয়াখানায় আগত দর্শকদের হাতে চকোলেট তুলে দিয়ে করা হয় মিষ্টিমুখ।
জ়েব্রা দিবস (Zebra Day) পালন নিয়ে চিড়িয়াখানার অধিকর্তা শ্রী শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “এই দিবস পালনের উদ্দেশ্য হল মানুষকে সচেতনতার বার্তা দেওয়া যে, সবধরনের প্রাণীকেই বাঁচিয়ে রাখতে হবে। জ়েব্রা চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ তাদের চেহারার বর্ণের জন্য। জ়েব্রা সাধারণত তিন ধরনের হয়। এই প্রাণীটি মূলত আফ্রিকাতে পাওয়া যায়। তাই আমাদের দেশে না পাওয়া গেলেও দেখতে হলে চিড়িয়াখানাতেই আসতে হবে। আর আজকের অনুষ্ঠানে বিশেষ কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বরং চিড়িয়াখানার দর্শকদেরই অনুরোধ করা হয় এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। এখানে আগত স্কুলের বাচ্চারাও অংশ নেয় এই অনুষ্ঠানে।”
জ়েব্রা দিবস পালন করা হয় কারণ এই প্রাণীটি বিশ্বের সর্বত্র পাওয়া যায় না। তাই এই প্রাণী নিয়ে একদিকে যেমন সচেতনতা গড়ে তোলা প্রয়োজন তেমনই জানা প্রয়োজন এদের নিয়ে নানান খুঁটিনাটি তথ্যও। এদিনের অনুষ্ঠানের আলোচনায় উঠে আসে সেইসবই।
সবশেষে আমরা কথা বলেছিলাম চিড়িয়াখানার পশুপাখিদের ডায়েটেশিয়ান শ্রীমতি রুনিয়া ঘটকের সঙ্গে। তিনি বলেন, “জ়েব্রা সারা দিনই ঘাস খায়। এছাড়া ক্যালোরির চাহিদা ও পুষ্টির কথা মাথায় রেখে ঘাসের সঙ্গে গাজর, শুকনো ছোলা, বার্লি, ওটস দেওয়া হয়। এছাড়া গর্ভবতী থাকাকালীন ভিটামিন, মিনারেলসেও গুরুত্ব দেওয়া হয় চিকিৎসকের পরামর্শ মেনে। এখানে দিনে দু’বার সকাল ৮টা ও দুপুরে ২টোর সময় খেতে দেওয়া হয় এদের।”