পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ হাওড়া জেলার বাগনানে
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বাগনান যুবক বৃন্দের ২৭-তম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। কচ্ছপ সংরক্ষণ, পরিবেশ ও জলাভূমি রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য রবিবার একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। সেইসঙ্গে করা হয় পরিবেশ সচেতনতা শিবিরও। বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এবং হাওড়া বন বিভাগের সহযোগিতায় নেওয়া হয় এই উদ্যোগ।

চিপকো আন্দোলনের নেতৃত্ব সুন্দরলাল বহুগুণা, বাঙালি পতঙ্গবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য, বিখ্যাত বন্যপ্রান সংরক্ষনকারী ডঃ জেন গুডডল্, স্টিভ আরউইনের ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করে শুরু হয় অনুষ্ঠান। বাগনান লাইব্রেরি মোড় থেকে শুরু হয়ে গোটা বাগনান স্টেশন রোড প্রদক্ষিণ করে সাইকেল র‍্যালিটি। সাইকেল আরোহীদের পরণে ছিল কচ্ছপ, পরিবেশ ও জলাভূমি বাঁচানোর বার্তা দেওয়া জার্সি ও টুপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক সুজিত কুমার দাস মহাশয়, সহকারী বনাধিকারিক কমল সাহা, রেঞ্জ অফিসার এষা বসু, বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্ত, পঞ্চায়েত প্রধান বিকাশ চৌধুরী, সাধনা মালিক, সরীসৃপ বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরী প্রমুখ।

বিভিন্ন জেলা‌ থেকে আগত পরিবেশ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন। অতিথিরা সবাই তাঁদের বক্তব্যে কচ্ছপ, পরিবেশ ও জলাভূমি বাঁচানোর বার্তা দেন।

বাগনান যুবক বৃন্দের সদস্য, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, “কচ্ছপ জলাভূমির একটি গুরুত্বপূর্ণ প্রাণী। কিন্তু অনেকেই কচ্ছপ শিকার করে খেয়ে নেয় এবং বাড়ির অ্যাকোরিয়ামেও রাখে। তাই কচ্ছপ, জলাভূমি ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য এইরকম একটি সচেতনতামূলক সাইকেল র‍্যালি আয়োজন‌ করেছি আমরা।”

Share it