তৃণমূল কংগ্রেস
Share it

উত্তরপ্রদেশ বা BJP শাসিত রাজ্যগুলি থেকে পুলিশ এনে রাজ্যে ভোটের কাজে ব্যবহারে আপত্তি জানাল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিককে এবিষয়ে একটি লিখিত চিঠিও দেওয়া হয়েছে দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েনের তরফে। তৃণমূলের আশঙ্কা, BJP শাসিত রাজ্য থেকে পুলিশ আসলে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নাও হতে পারে।

চিঠিতে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশনের তরফে উত্তরপ্রদেশ থেকে ৩০ কম্পানি সশস্ত্র পুলিশবাহিনীকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য আনা হচ্ছে। অ-বিজেপি রাজ্য থেকে বাহিনী আনলে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু, BJP-শাসিত উত্তরপ্রদেশ থেকে সশস্ত্র পুলিশবাহিনী আনার ক্ষেত্রে আমাদের তীব্র আপত্তি আছে। কারণ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ BJP-র হেভিওয়েট প্রচারক। এর ফলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকবে না। আমাদের সন্দেহ, BJP-এর প্রতি পক্ষপাতিত্ব থাকবে পুলিশের। সেই কারণে আমরা নির্বাচন কমিশনকে উত্তরপ্রদেশ বা BJP-শাসিত বা অন্য কোনও রাজ্য থেকে সশস্ত্র পুলিশ আনার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি।’

পাশাপাশি, BJP-এর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারেরও অভিযোগও তুলেছে তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, ‘কমিশনের নিয়ম অনুযায়ী রাজ্য সরকার বা সরকারি আধিকারিকরা ভোট ঘোষণার পর থেকে নিজেদের সরকারি ক্ষমতা ব্যবহার করছে না। কিন্তু, কেন্দ্রের ক্ষেত্রে বিষয়টি উলটো হচ্ছে। কেন্দ্রের নির্দেশে ED, CBI, NIA, IT অতিসক্রিয়তা দেখাচ্ছে। অকারণে তৃণমূল নেতা, প্রার্থী ও সরকারি আমলাদের হেনস্থা করা হচ্ছে। অথচ, একই অভিযোগ BJP নেতাদের বিরুদ্ধে থাকলেও তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে।

এছাড়াও সরকারি অর্থের অপব্যবহার করে রাজ্যে প্রধানমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় নেতারা প্রচারে আসছেন বলেও অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

Share it