নন্দীগ্রামে অশান্তি পাকাতে বহিরাগতদের জড়ো করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে এমনই অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। দলের তরফে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সাংসদের অভিযোগপত্রে লেখা হয়েছে, নন্দীগ্রাম বিধানসভা এলাকার ৪টি বাড়িতে বহিরাগত দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই ওই বাড়িগুলিতে দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, লিখিতভাবে উল্লেখ করা হয়েছে কোন কোন এলাকা থেকে বহিরাগতদের নিয়ে এসে বাড়িগুলিতে রাখা হয়েছে।
শাসকদলের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে বলা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়েছে। কমিশনকে লেখা চিঠিতে শাসকদল নির্দিষ্ট করে কালীপদ শি, মেঘনাথ পাল, পবিত্র কর এবং ভজহরি সামন্ত নামের চার BJP নেতা এবং তাঁদের ঘনিষ্ঠদের নাম উল্লেখ করেছে।
Election Commission-কে লেখা চিঠিতে রাজ্যসভার সাংসদ দাবি করেছেন, এই এলাকায় শতাধিক বহিরাগত বাইক নিয়ে দাপট দেখাচ্ছে। এদের সঙ্গে বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারীর নিয়মিত যোগাযোগ আছে বলেও তাঁর অভিযোগ। যদিও অভিযুক্ত বাড়ির মালিকরা এই অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গত, দ্বিতীয় পর্যায়ে আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোটগ্রহণ হবে।