নিউজ ওয়েভ ইন্ডিয়া: নজিরবিহীন ঘটনা। স্কুলে গ্রুপ-ডি দুর্নীতিতে CBI অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে এই তদন্ত চলবে CBI অধিকর্তার নেতৃত্বে।
সুপারিশ পত্র নিয়ে বক্তব্যে অসঙ্গতির কারণেই সোমবার এমন নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি ২৪ ডিসেম্বর। এদিন পর্ষদ আদালতে হলফনামা দিয়ে জানায়, তারা যাবতীয় সুপারিশ পত্র SSC থেকে পেয়েছে। এরপরেই বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন, অধিকর্তার নেতৃত্বে কমিটি গঠন করে অনুসন্ধানের কাজ করবে CBI। তাতে কমিটিতে থাকবে DIG ও যুগ্ম অধিকর্তা পদমর্যাদার আধিকারিক। অনুসন্ধান চালিয়ে ২১ ডিসেম্বরের মধ্যে সিল করা খামে আদালতকে জানাবে CBI। তারপর ২৪ ডিসেম্বর শুনানিতে তদন্তের নির্দেশ বিবেচনা করা হবে।
২০১৯ সালে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ সংক্রান্ত প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও প্রচুর নিয়োগ হয়েছে বলে মামলা দায়ের হয় আদালতে। প্রাথমিক ভাবে ওই অনিয়মের অভিযোগ উঠেছিল কমিশনের বিরুদ্ধে। কিন্তু গত বুধবার কমিশন আদালতে জানায়, ওই নিয়োগ সংক্রান্ত কোনও সুপারিশ তারা করেনি। অপরদিকে পর্ষদের দিকে আঙুল ওঠায় অভিযোগ অস্বীকার করেন আইনজীবী। ফলে শুনানি কক্ষেই কমিশন এবং পর্ষদের মধ্যে পরস্পর দোষারোপের পালা শুরু হয়ে যায়।