Luizinho Faleiro
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিধায়ক পদ ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। সোমবার গোয়ার বিধানসভায় স্পিকারের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন।

ইস্তফা দেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। তৃণমূলে যোগদানের জল্পনাকে উস্কে দেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, “মমতা হলেন মহিলা উন্নয়নের কাণ্ডারী। তিনি স্ট্রিট ফাইটার। গোয়াতে তাঁকে প্রয়োজন। একাধিক বিরোধী শক্তির বিরুদ্ধে একা লড়াই করছেন মমতা। BJP-কে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি। তাঁর কাছে অনুরোধ, গোয়ায় এসে তিনি দায়িত্ব নিন।”


ইতিমধ্যেই বাংলার সীমানা পেরিয়ে ত্রিপুরা ও অসমকে টার্গেট করেছেন তৃণমূল নেত্রী। এবার তৃণমূলের লক্ষ্য, গোয়ায় সংগঠন বিস্তার করা। সেই পরিকল্পনার একটি অংশ হিসেবেই লুইজিনহো ফালেরিওর তৃণমূলে অভিষেক হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Share it