নিউজ ওয়েভ ইন্ডিয়া: ভবানীপুরে বিধানসভা উপ নির্বাচনে দিলীপ ঘোষের প্রচার ঘিরে তুমুল উত্তেজনা। সোমবার ছিল প্রচারের শেষ দিন। যদুবাবুর বাজারে প্রচার করছিলেন দিলীপ ঘোষ। সেইসময় BJP-এর মিছিল ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। দু’দলের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। মাথা ফেটে আহত হন এক বিজেপি কর্মী।
BJP-এর অভিযোগ, তাদের সমর্থকদের বিরুদ্ধে চড়াও হয় তৃণমূল। মারধর করা হয় তাঁদের। দলের এক সমর্থকের মাথা ফেটেছে বলেও অভিযোগ। ধাক্কা দেওয়া হয় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকেও। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও তাঁরা নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ পদ্ম শিবিরের।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ভবানীপুরে তৃণমূল হেরে গিয়েছে বুঝতে পেরেছে। সেজন্যই এভাবে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। এভাবে নির্বাচন হয় না।” এই ঘটনায় তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।
অন্য দিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে BJP। দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা তাঁদের দিকে বন্দুক উঁচিয়ে ভয় দেখান বলে অভিযোগ। এলাকায় যাতে অশান্তি না হয় সেই চেষ্টা তাঁরা করেছেন বলে দাবি তৃণমূলের। এর আগে বিজেপি-র আর এক সাংসদ অর্জুন সিংহকে ঘিরেও শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে বিক্ষোভ দেখানো হয়।