কোচবিহারে অমিত শাহ
Share it

কোচবিহারের রাসমেলা ময়দান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “দিদি বলেছেন কীসের পরিবর্তন যাত্রা! এটা আসলে পিসি-ভাইপোর দুর্নীতি রুখতে পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা কৃষকদের দুর্দশা দূর করার জন্য। এই পরিবর্তন যাত্রা সোনার বাংলা তৈরি করার জন্য।”


BJP ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবারই বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই রথ আসলে পাঁচতারা হোটেল। অমিত শাহ এদিন দাবি করেন, এবার ২০০-রও বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে BJP।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এত বছর ধরে রাজ্যে কংগ্রেস, বাম, তৃণমূল শাসন করেছে। কিন্তু, রাজবংশীদের সংস্কৃতিকে সম্মান দেয়নি।” অমিত শাহ প্রতিশ্রুতি দেন, “বিজেপি ক্ষমতায় এলে ৫০০ কোটি টাকা দিয়ে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র তৈরি হবে। ২৫০ কোটি টাকা দিয়ে পঞ্চানন বর্মার নামে স্মারক তৈরি হবে।” এই অঞ্চলকে বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি।


এবারের বাংলার নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “বাংলার মানুষ ঠিক করে ফেলেছে এবার পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের নামের তালিকা এখনও কেন্দ্রকে পাঠাননি। বিজেপি সরকার এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, কৃষকদের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা দেওয়ার।”


অমিত শাহ বলেন, “এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার দরকার। যাতে কেন্দ্রের উন্নয়ন কর্মসূচি এখানেও অব্যাহত থাকে।” এরাজ্যে দুর্গাপুজো, সরস্বতী পুজোর পাশাপাশি রামনবমীও পালিত হবে বলে জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যবাসীকে পাঁচ বছর সুযোগ দেওয়ারও আর্জি জানান তিনি। বলেন, “পাঁচ বছর আমাদের সময় দিন আমরা সোনার বাংলা গড়ে দেব।”

Share it