ফেক নিউজ ছড়িয়ে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাজ্যসভায় এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের ক্ষমতায়ন হলে তাকে স্বাগত, কিন্তু, তার অপব্যবহার করা হলে কাউকে ছেড়ে কথা বলা হবে না।”
We respect social media a lot, it has empowered common people. Social media has a big role in Digital India programme. However, if social media is misused to spread fake news, violence then action will be taken: Union Minister Ravi Shankar Prasad in Rajya Sabha pic.twitter.com/M2NTIrh1ia
— ANI (@ANI) February 11, 2021
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ডিজিট্যাল ইন্ডিয়া গড়ে তোলার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার বড় ভূমিকা রয়েছে।” কৃষক আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন সামাজিক মাধ্যম বিশেষত টুইটারকে ব্যবহার করে ফেক নিউজ ছড়ানোর অভিযোগ আগেই তোলা হয়েছে কেন্দ্রের তরফে। সেই কারণে টুইটার কর্তৃপক্ষকে আগেই সতর্ক করেছিল কেন্দ্র। এবার সরাসরি কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিলেন রবিশঙ্কর প্রসাদ।
সামাজিক মাধ্যম বিশেষজ্ঞদের একাংশের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীর কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি মানে এক্ষেত্রে গ্রেফতারের কথাই বলতে চেয়েছেন তিনি। ইতিমধ্যেই খালিস্তানপন্থী বলে যাদের চিহ্নিত করেছে কেন্দ্র, তাদের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার।