জম্মুতে উদ্ধার প্রচুর বিস্ফোরক
Share it

পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষ পূর্তির দিনেই বড় ধরনের নাশকতার ছক বানচাল করল জম্মু ও কাশ্মীর পুলিশ। উদ্ধার হয়েছে সাড়ে ৬ কেজি IED বিস্ফোরক। রবিবার জম্মুর একটি বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হয় ওই বিস্ফোরক। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে সোহেল নামে এক ব্যক্তিকে।


জম্মু পুলিশের IG মুকেশ সিং জানিয়েছেন, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১৫টি ছোট IED ও ৬টি পিস্তল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরই উপত্যকা এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। হাই অ্যালার্ট জারি করা হয়েছে এলাকায়। গোয়েন্দাসূত্রে জানা গেছে, পুলওয়ামা হামলার দিনেই জম্মু শহরে জঙ্গিদের নাশকতা ঘটানোর ছক ছিল।


জম্মু পুলিশের ওই আধিকারিক আরও জানিয়েছেন, জেরার মুখে ধৃত ব্যক্তি স্বীকার করেছে, চণ্ডীগড়ে একটি কলেজে সে নার্সিং নিয়ে পড়াশোনা করছে। আল বদর তনজিম নামে একটি জঙ্গি সংগঠনের কম্যান্ডারের কাছ থেকে নির্দেশ পেয়ে সে এই কাজ করেছে। রঘুনাথগড় মন্দির, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এবং জুয়েলারি বাজারে বিস্ফোরক রাখার টার্গেট দেওয়া হয়েছিল তাকে। বিস্ফোরক নির্দিষ্ট স্থানে রাখার পর বিমান ধরে তার শ্রীনগরে যাওয়ার পরিকল্পনা ছিল। সেখানে দেখা হওয়ার কথা ছিল জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা শাকিল খানের সঙ্গে। এরপর তাকে সক্রিয় সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সন্ত্রাসবাদী সংগঠনের তরফে।

জম্মু পুলিশ সূত্রে আরও জানা গেছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ও লস্কর-এ-মুস্তাফা নামে দু’টি পৃথক নতুন জঙ্গিগোষ্ঠী তৈরি করেছে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদ। এই দুই নতুন গোষ্ঠীর ছাতার তলায় পঞ্জাব, কাশ্মীরে জাল বিস্তার করতে চাইছে সংগঠনগুলি। বিষয়টি নিয়ে বিশদে বিশ্লেষণ চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে রবিবারের এই ঘটনা রাজ্য প্রশাসনের বড় সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share it