Country Liquor
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজ্যে বিলিতি মদের দাম কমেছে মঙ্গলবার থেকে। সেইসঙ্গে বাজারে এসেছে নতুন মোড়কে দিশি মদ। চোলাই মদের অবৈধ কারবার রুখতে উদ্যোগী রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে। এ বার সস্তায় একগুচ্ছ ব্র্যান্ডের মদ আনা হয়েছে রাজ্যে।

বিভিন্ন সংস্থার এই সব দিশি মদ পাওয়া যাবে রাজ্যের বিভিন্ন জেলায়। আবগারি দফতর সূত্রে খবর, ৪৯টি ব্র্যান্ডের সস্তার বাংলা মদকে অনুমোদন দিয়েছে সরকার। সেগুলি পাওয়া যাবে ২৩ টাকা থেকে ৩০ টাকা (৩০০ মিলিলিটারের বোতলের দাম)-এর মধ্যে। সবচেয়ে সস্তা ‘গ্যালাক্সি জোশ’ ব্র্যান্ডের দিশি মদ। দাম ২৩ টাকা।

এই নতুন ব্র্যান্ডগুলির নামও বেশ খাসা। মহুয়ার গন্ধযুক্ত দিশি মদের নাম ‘মহুল’। পাওয়া যাবে ‘ফার্স্ট ডোজ’ নামের একটি ব্র্যান্ড। দাম ২৮ টাকা। এ ছাড়াও সস্তার ব্র্যান্ড গুলি হল, ‘বাজিগর’, ‘দিলরুবা’, ‘বিরাট’, ‘বুলবুল’, ‘ঝুমুর’ ইত্যাদি।

Share it