Share it

দিলীপ গুহ, নয়াদিল্লি: নেতাজি সুভাষ সংগঠন ও দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশনের যৌথ পরিচালনায় মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল নেতাজির জীবনচর্চা সম্পর্কিত এক বর্ণাঢ্য অনুষ্ঠান। ‘নেতাজির ব্যক্তিত্ব গঠনে তাঁর গুরুদের অবদান’ এই বিষয়ে একটি রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে। দিল্লির বুকে আটটি বাঙালি স্কুলের প্রায় ১৮০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

দুটি বিভাগে বিভক্ত এই প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীরা মহান স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বোসের জীবনচর্চার বিভিন্ন দিক তুলে ধরে। সুভাষচন্দ্রের ‘নেতাজি’ হয়ে ওঠার পেছনে তাঁর শিক্ষা, রাজনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের প্রভাব তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে নেতাজি সম্পর্কিত জ্ঞানের সম্প্রসারণের ভাবনা থেকে এই অভিনব প্রয়াস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজ ব্যক্তিত্ব, সুপরিচিত সাংবাদিক ও নেতাজির জীবন দর্শনের বিশিষ্ঠ লেখক শ্রী কিংশুক নাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রবীণ সদস্য লেফটেন্যান্ট আর মাধওয়ান। নেতাজি সুভাষ সংগঠনের সভাপতি ড. আনন্দ মুখার্জি, বেঙ্গল অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তপন রায়, অধ্যাপক দিলীপ বোস নেতাজির জীবন ও কর্মপন্থা সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিনয় নগর বিদ্যালয়, লেডি আরউইন বিদ্যালয়, শ্যামাপ্রসাদ ও ইউনিয়ন অ্যাকাডেমি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ গাঙ্গুলির দিকনির্দেশনা ও সঞ্চালনা ছিল চোখে পড়ার মত। নেতাজি সুভাষ সংগঠনের জেনারেল সেক্রেটারি শ্রী অরুণাভ পাল চৌধুরি নেতাজির কর্মপন্থাকে জনমানসে ছড়িয়ে দিতে প্রত্যেক বছর এই ধরনের একটি অনুষ্ঠানের কথা বলেন যেখানে ছাত্রছাত্রীরা নেতাজির জীবনদর্শন দ্বারা প্রভাবিত হবে।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপক ভাষণে নেতাজি সুভাষ সংগঠন ও দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শ্রী উৎপল ঘোষ এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সকলকে সাধুবাদ ও প্রতিযোগিতায় পুরস্কার প্রাপক প্রত্যেকে ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

Share it