World Population
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ৮০০ কোটি ছাড়াল বিশ্বের জনসংখ্যা। কী বলা যেতে পারে একে! জন বিস্ফোরণ। দ্রুত গতিতে বাড়ছে বিশ্বের জনসংখ্যা। আর এই গতি এতটাই যে আগামী বছরেই চিনকে ছাপিয়ে যেতে চলেছে ভারত। ইউনাইটেড নেশনস এই তথ্য জানিয়েছে।

জন বিস্ফোরণ শব্দটি বলা হয়েছে একটি কারণে। যা বললে চোখ কপালে উঠতে বাধ্য আমার আপনার সকলের। মাত্র ৪৮ বছরে দ্বিগুণ হয়েছে বিশ্বের জনসংখ্যা। ১৯৭৪ সালে ৪০০ কোটি ছাড়িয়েছিল পপুলেশন। আর ২০২২ সালেই তা বেড়ে হল দ্বিগুণ। পরিস্থিতি যা তাতে দেখা যাচ্ছে আগামী বছরেই চিনকে জনসংখ্যার নিরিখে ছাপিয়ে যেতে বসেছে ভারত। আর সেটা হলে ভারতই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ইউনাইটেড নেশনসের ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট’ জানাচ্ছে একথা। বর্তমানে চিনের জনসংখ্যা ১৪২.৬ কোটি এবং ভারতের ১৪১.৭ কোটি।

এইভাবে চললে ২০৩৭ সালেই বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটি ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে ২০৮৬ সালে বিশ্বে ১০৫০ কোটিতে পৌঁছতে পারে জনসংখ্যা। তবে সেইসঙ্গে তাঁদের এটাও মত যে, একসময় এই বৃদ্ধিতে লাগাম শুধু পড়বে তাইই নয় হ্রাসও পাবে তা। জনবিস্ফোরণের প্রভাব যে খুব সুখকর নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। আগামীদিনে এরফলে বিশ্বজুড়ে দেখা দিতে পারে খাদ্য, বাসস্থান ও কর্মক্ষেত্রে সংকট। দারিদ্রসীমাও পৌঁছতে পারে চরমে।

Share it