Delhi rain
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লির সাধারণ জনজীবন। বিভিন্ন জায়গাতে রাস্তায় জল জমে গেছে। কোথাও হাঁটুজল তো কোথাও তা কোমরের কাছাকাছি।


এরই মধ্যে সংবাদ সংস্থা ANI দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমান বন্দরের 3 নম্বর টার্মিনালে বৃষ্টির জমা জলের একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের টার্মিনাস জুড়ে শুধুই জল আর জল। আশেপাশে দু’একটি বিমান দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, রানওয়ের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে পুরোটাই একটি বড় জলাশয়।


আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস দিয়ে গেরুয়া সতর্কতা জারি করেছিল জাতীয় আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস সূত্রের খবর, রাজধানী দিল্লির সফদরজঙ্গ স্টেশনে শেষ ২৪ ঘণ্টায় ৯৪.৭ মি.মি. বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। শনিবার সকাল থেকেই দিল্লি ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিকাল/সন্ধ্যায় দিল্লির বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এদিকে টার্মিনালে জল দাঁড়িয়ে যাওয়ায় কয়েকটি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। চারটি ডোমেস্টিক এবং একটি ইন্টারন্যাশনাল ফ্লাইট দিল্লি থেকে জয়পুর এবং আহমেদাবাদে রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

Share it