Vaccine
Share it

করোনা সংক্রমণ রুখতে ককটেল ভ্যাকসিনের কার্যকারিতা যাচাইয়ে পরীক্ষামূলক প্রয়োগে সায় দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)। কেন্দ্রীয় সূত্রে খবর, টিকাকরণে ব্যবহৃত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের ককটেল পরীক্ষায় অনুমতি মিলেছে DCGI-এর।

এর আগে, টিকার ককটেল নিয়ে ষাটোর্ধ্ব ১৮ জনের উপর পরীক্ষা চালায় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। পরীক্ষা শেষ করে ICMR জানায়, দুই ভিন্ন টিকার প্রয়োগ শুধু নিরাপদই নয়, এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তবে এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলেও জানায় তারা। তবে GCGI-এর পরীক্ষা ICMR-এর থেকে একেবারেই আলাদা হতে চলেছে।

ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবকদের শরীরে এই ককটেল পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে দেখা হবে, তা কোভিডকে ঠেকাতে সক্ষম কি না।

ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। ভারতেও তৃতীয় ঢেউ-এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা। বেশ কয়েকটি রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাসের ভয়ঙ্কর রূপ। এই পরিস্থিতিতে ককটেল ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলবে কেন্দ্র।

Share it