Gangasagar Mela
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “কোভিড পরিস্থিতির দাপটে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেসব মেনেই গঙ্গাসাগর মেলা হোক, এটাই চায় রাজ্য। এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মেলা নিয়ে রাজ্য সরকারের মতামত কলকাতা হাই কোর্টকে জানালেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কোভিড সংক্রমণ রুখতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার সেই সংক্রান্ত শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) একথাই জানিয়েছেন।

AG সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, “সাগর এলাকায় অধিকাংশ বাসিন্দার টিকাকরণ হয়ে গিয়েছে। ফলে মেলায় যোগদান নিরাপদ বলেই মনে করা হচ্ছে।” এ বিষয়ে অ্যাডভোকেট জেনারেল টিকাকরণের হার নিয়ে তথ্য পরিসংখ্যানও হাই কোর্টে পেশ করেন।

গত সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এক চিকিৎসক গঙ্গাসাগর মেলা বন্ধ করে জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর আবেদনের ভিত্তিতে বুধবার বিচারপতি মেলা আয়োজন নিয়ে রাজ্যের অবস্থান জানতে চান। বৃহস্পতিবার এ নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি ছিল। সেখানেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কয়েকটি বিধিনিষেধের তালিকা পেশ করেন। তাঁর সওয়াল, গত বছরও বিধিনিষেধের মাঝেই গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে হয়েছিল। এবারও সেই বিধিনিষেধ জারি থাকছে। জোর দেওয়া হচ্ছে অনলাইন-পুজো ও প্রসাদ বিলিতে। তাই ঝুঁকির কিছু নেই বলেই মনে করছে রাজ্য সরকার।

Share it