Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মাত্র 8 দিনেই করোনা সংক্রমণ 15 হাজারের গণ্ডি টপকে গেল বঙ্গে। কলকাতাসহ রাজ্যের প্রায় সব জেলাতেই বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে বাংলায়।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যের নতুন করে সংক্রমিত হয়েছেন 15,421 জন। এরমধ্যে কলকাতা আক্রান্তের সংখ্যা 6 হাজার 569 জন। এরপরেই আছে উত্তর 24 পরগনা। কলকাতা লাগোয়া এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2 হাজার 650। তবে বৃহস্পতিবার হাওড়া, হুগলি জেলায় সংক্রমণের সংখ্যা বুধবারের তুলনায় কিছুটা কম।

গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 19 জনের। বঙ্গে সক্রিয় রোগীর সংখ্যা এই মুহূর্তে 41 হাজার 101। এরমধ্যে শুধু কলকাতাতেই সক্রিয় রোগীর সংখ্যা 19 হাজারের কাছাকাছি। দক্ষিণ 24 পরগনার মহেশতলা মিউনিসিপালিটি এলাকায় করোনা অধিক হারে ছড়িয়ে পড়ায় প্রশাসনের তরফে সপ্তাহে তিনদিন (মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার) সমস্ত দোকানপাট ও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মিউনিসিপ্যালিটি এলাকায় আটটি কনটেইনমেন্ট জোন চিহ্নিত করে প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়েছে।

Share it