Share it

ধরনায় বসার কয়েক ঘণ্টা পর CBI অফিস থেকে বেরিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, “এনিয়ে সিদ্ধান্ত নেবে আদালত।” নারদা স্টিং অপারেশন (Narada Sting Operation) কাণ্ডে তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতায় CBI অফিস সংলগ্ন এলাকা। এদিন সকালে CBI অফিসে যাওয়ার পর গ্রেপ্তার করা হয় ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়কে।

এরপর CBI অফিসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজাম প্যালেসের সামনে ধরনায় বসেন দলনেত্রী। গ্রেপ্তারির প্রতিবাদে সেখানে বিক্ষোভে সামিল হন দলের কর্মী, সমর্থকরা। পরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে সুরক্ষাবাহিনীর। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে সুরক্ষা বাহিনী। পরে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর কথায়, “CBI অফিসে পাথর ছোঁড়ার পাশাপাশি কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনাও ঘটলেও কলকাতা ও রাজ্য পুলিশকে নির্বিকার থাকতেই দেখা গেছে।” সেইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের আবেদনও জানিয়েছেন তিনি।

পাশাপাশি টুইট করেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য ও রাজ্যবাসীর সার্বিক স্বার্থে সবাইকে লকডাউন বিধি মেনে চলার অনুরোধ করে তিনি। জানান, লড়াই হবে আইনি পথে। এবং আইন ব্যবস্থার প্রতি আস্থা রাখার আর্জি জানিয়েছেন তিনি।

Share it