Narada Scam
Share it

নারদা কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ও দুই প্রাক্তন মন্ত্রীকে CBI দফতরে নিয়ে যাওয়া নিয়ে সাতসকালেই সরগরম শহর। উত্তপ্ত রাজ্য রাজনীতি। CBI দফতরে নিয়ে যাওয়া হয়েছে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। যদিও সংবাদ সংস্থা ANI এই ঘটনাকে এখনও গ্রেফতারি বলে নিশ্চিত করেনি।


রাজ্যের নতুন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে সোমবার সকালেই তাঁর চেতলার বাড়ি থেকে নিজাম প্যালেসে নিয়ে যান CBI কর্তারা। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছিল প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। এরপর তাঁকে বাইরে নিয়ে আসা হয়। তাঁকে গ্রেফতার না আটক করা হয়েছে তা স্পষ্ট না হলেও পরিবহনমন্ত্রী নিজে জানান, নারদা কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়েছে।


একইভাবে সাতসকালে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান CBI কর্তারা। নিজাম প্যালেসে CBI দফতরে নিয়ে আসা হয় তাঁদের। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে CBI সূত্রের খবর।


এদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, এবিষয়ে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি তাঁর থেকে। জানা গিয়েছে, আজই চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে CBI। আদালতেও আজই তোলা হবে তাঁদের। চারজনকেই CBI নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে।

খবর পেয়ে তড়িঘড়ি চারজনের আইনজীবীই পৌঁছে যান নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে দেখা গেছে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও। CBI সূত্রে জানা গিয়েছে, সাংসদ অপরূপা পোদ্দার এবং এস এম এইচ মির্জার বিরুদ্ধেও চার্জশিট গঠন করার কাজ চলছে। রাজ্যে তৃতীয় মন্ত্রিসভা গঠনের সঙ্গেসঙ্গেই এই চারজনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Share it