অ্যাম্বুল্যান্স তো দেখেছেন। হয়ত সঙ্কটকালে কখনও আপনার পরিবারে কাজেও এসেছে। কিন্তু, সোলার অ্যাম্বুল্যান্সের কথা আগে কখনও শুনেছেন কি? যারা সোলার অ্যাম্বুল্যান্সের কথা আগে কখনও শোনেননি, তাদের খুশি করবে এই খবর।
করোনা অতিমারি সামলাতে সারা বিশ্বের দিশেহারা অবস্থা। কো মর্বিডিটি আছে এমন রোগীদের সময়মতো চিকিৎসা পাওয়াই দুষ্কর। বিশেষ করে প্রত্যন্ত জায়গাগুলিতে এই সমস্যা আরও প্রকট। ভাঙা বা সরু রাস্তা, সদর থেকে কয়েক মাইল দূরে বাড়ি বিভিন্ন কারণে অ্যাম্বুল্যান্স পাওয়াই দুষ্কর। এই অবস্থায় মুশকিল আসান হয়ে দাঁড়াতে পারে সোলার অ্যাম্বুল্যান্স।
তামিলনাড়ুর সংস্থা এম অটো গ্রুপ সম্প্রতি বাজারে লঞ্চ করেছে ১৩ ধরনের সোলার অটো। এরমধ্যে রয়েছে সোলার অ্যম্বুল্যান্স, যাত্রীবহনকারী সোলার অটো, জঞ্জাল বহনের সোলার অটো। রাস্তা ভাঙা হোক বা সংকীর্ণ। সোলার অটোর চলাফেরায় কোনও সমস্যা হবে না। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিসামি ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসিলভম এই সোলার অটো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। সংস্থার কর্তাদের দাবি, দেশে এই প্রথম কোনও সংস্থা সোলার অটো বাজারে আনল। এতে যেমন দ্রুত কোনও স্থানে যাওয়া যাবে তেমন সাশ্রয় হবে টাকাও।