করোনার কারণে এবার পুজোয় প্যান্ডেল হপিং একপ্রকার বন্ধ। গড়িয়াহাট, হাতিবাগানের ফুটপাথেও পুজো সেলের তেমন ভীড় নেই এখনও। এই পরিস্থিতিতে একমাত্র অনলাইন শপিংয়েই ভরসা রাখছে আমজনতা। আর পুজোর মরসুমে ভারতীয় ক্রেতাদের টার্গেট করেই এদেশে প্রথম অনলাইন স্টোর খুলে ফেলল অ্যাপেল। এই অনলাইন স্টোর থেকে সরাসরি অ্যাপলের পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। ভারতে আগে কোনও নিজস্ব স্টোর ছিল না অ্যাপলের। যেগুলি ছিল, তা সবই ‘থার্ড পার্টি স্টোর’।
We know how important it is for our customers to stay in touch with those they love and the world around them. We can’t wait to connect with our customers and expand support in India with the Apple Store online on September 23! 🇮🇳https://t.co/UjR31jzEaY
— Tim Cook (@tim_cook) September 18, 2020
এর আগে ২০২১-এ ভারতের বাজারে অ্যাপলের নিজস্ব ফিজিক্যাল স্টোর খোলার পরিকল্পনার কথা এ বছর ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন অ্যাপল CEO টিম কুক। এ বছরের শুরুতেই ভারতে অনলাইন স্টোর খোলার পরিকল্পনা ছিল অ্যাপলের। কিন্তু করোনা অতিমারির জেরে তা পিছিয়ে যায়। এত দিন অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটের মাধ্যমে নিজেদের পণ্য বিক্রি করত অ্যাপল।
বুধবার থেকেই সরাসরি অ্যাপলের স্টোর থেকে iphone, ipad অর্ডার দিতে পারবেন গ্রাহকরা। অনলাইন স্টোরের ফলে সমস্ত প্রোডাক্ট ও অ্যাকসেসরি ডিসপ্লে করতে পারবে অ্যাপেল। আগে কোনও থার্ড পার্টি অনলাইন স্টোরে দেখাত না। ম্যাকবুকে কাস্টম কনফিগারেশন বেছে নেওয়ারও সুযোগ দিচ্ছে এই সংস্থা। যেটা আগে কোনও ভারতীয় ক্রেতা পেতেন না। সব মিলিয়ে অনলাইন স্টোর থেকে অ্যাপেল প্রোডাক্ট ভারতে আরও জনপ্রিয় হবে বলে আশা সংস্থার কর্তাদের।