Calcutta High Court
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রামপুরহাট কাণ্ডের তদন্ত এবার সিবিআই এর হাতে উঠল। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার থেকেই সিবিআই রামপুরহাট কাণ্ডের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। অফিসারদের রিপোর্ট জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশের ফলে বগটুইয়ের ঘটনায় সিট আর তদন্ত করতে পারবে না।

বগটুই-এর ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 22 জনকে। আদালত শুক্রবার এই মামলার প্রেক্ষিতে জানিয়েছে “সত্য ঘটনা উদ্ঘাটন এর প্রয়োজন আছে”। আদালতের নির্দেশ, এখনও পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের হাতে তুলে দিতে হবে সিটকে। পাশাপাশি 7 এপ্রিল এর মধ্যে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে।

আদালতের পর্যবেক্ষণ, “রামপুরহাটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে। তাই এই ঘটনায় সত্য উদঘাটনের প্রয়োজন রয়েছে। স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে জমা করা কেস ডাইরিও খতিয়ে দেখছে ডিভিশন বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ব্যক্তিত্বরা সন্তোষ প্রকাশ করেছেন। হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন সিপিআইএমের সংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Share it