নিউজ ওয়েভ ইন্ডিয়া: নারকীয় কাণ্ডের পর ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বগটুই গ্রাম। ইফতার পার্টিকে ঘিরে মিলন উৎসবে পরিণত হয়েছে গোটা গ্রাম। সপ্তাহ দুয়েক আগে গ্রামে ঘটে যাওয়া নারকীয় হত্যালীলার কোনও রেশ মাত্র ছিল না এই ইফতার পার্টিতে। সকলেই চান এলাকায় শান্তি বজায় থাকুক। তাই ইফতারের আগে আল্লা, ঈশ্বরের কাছে প্রার্থনা করে শান্তি কামনা করলেন গ্রামবাসীরা।
২১ মার্চ রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ বোমার ঘায়ে জখম হয়ে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। ১৪ নম্বর জাতীয় সড়কের ধরে রামপুরহাটের বগটুই মোড়ে এই খুনে আতঙ্ক ছড়ায়। ঘটনার পর প্রতিশোধ নিতে ওই রাতেই বগটুই গ্রামে এলোপাথাড়ি বোমাবাজি ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরেরদিন সকালে ভস্মীভূত বাড়িগুলির ভিতর থেকে বের হয় এক শিশু সহ ৮ জনের দগ্ধ মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় দেশজুড়ে। গোটা দেশ শিউরে ওঠে। আতঙ্কে গ্রাম ছাড়েন বহু বাসিন্দা।
প্রশাসনের পক্ষ থেকে সেই গ্রামকে স্বাভাবিক করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে তৃণমূলের নতুন ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি গ্রামের মানুষের পাশে থেকে ভয়াবহ স্মৃতি মুছে ফেলতে উদ্যোগী হন। তাই গ্রামবাসীদের আয়োজিত ইফতার পার্টিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “প্রতি বছর গ্রামবাসীরা ইফতার পার্টির আয়োজন করে। এবার আমরা একটু বড় আকারে করার জন্য তাদের পাশে দাঁড়িয়েছি দলের নির্দেশে। আমরা চাই সেদিনের ভয়াবহ স্মৃতি ভুলে স্বাভাবিক ছন্দে ফিরুক বগটুই গ্রাম। সেই উদ্যোগে গ্রামের মানুষকে পাশে পেয়েছি আমরা।”
ইফতার পার্টিতে ছিলেন স্বজনহারা মিহিলাল শেখ। তিনি বলেন, “গ্রামের সমাজবিরোধীদের গ্রেফতার করা হয়েছে। বাকিরাও হবে। এখন গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। এরই মধ্যে গ্রামবাসী এবং নতুন ব্লক সভাপতি সকলকে যেভাবে এক জায়গায় মিলিত করল সেটা প্রশংসার। এখন থেকেই সকলে শান্তির বার্তা দিলেন। সকলে গ্রামের শান্তি কামনা করলেন।”
গ্রামের বাসিন্দা কদম রসুল শেখ বলেন, “প্রতি বছর আমরা ইফতার পার্টির আয়োজন করি। এবার গোটা গ্রামকে নিয়ে বড় আকারে করলাম। এই অনুষ্ঠান করার জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। আমরা তার হাত ধরেই গ্রামকে স্বাভাবিক ছন্দে ফেরাতে চাই। সঙ্গে আছে প্রশাসন।”