বৃক্ষরোপণ করছেন BJP বিধায়ক
Share it

এবার স্যানিটাইজার মেশিন পিঠে ঝুলিয়ে পাড়ায় পাড়ায় করোনা জীবাণু নাশ করতে বেরিয়ে পরলেন দুবরাজপুরের বিধায়ক BJP বিধায়ক অনুপ সাহা। সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করলেন তিনি। মানুষকে সচেতন করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন অনুপবাবু।

করোনা অতিমারিতে ঘরে বসে সময় কাটানো নয়, প্রতিদিন নিয়ম করে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। সোমবার সাত সকালে স্যানিটাইজার মেশিন পিঠে ঝুলিয়ে পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাস্তার দু’ধার অলিগলি করোনা জীবাণু নাশক স্প্রে করতে শুরু করেন। এরপরেই চলে যান হেতমপুর অঞ্চলের গোখরুল গ্রামের হরে কৃষ্ণ আশ্রমে। সেখানে ৩০টির বেশি বৃক্ষরোপণ করেন।

অনুপবাবু বলেন, “আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা রোধে পাড়ায় পাড়ায় স্যানিটাইজ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা হচ্ছে। নির্বিচারে গাছ কেটে নেওয়ার ফলে অক্সিজেনের অভাব হচ্ছে। সেই কারণে গাছ লাগিয়ে মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করলাম। আমি মানুষের কাছে আবেদন রাখব বেশি করে গাছ লাগান। পরিবেশের ভারসাম্য রক্ষা করুন”।

Share it