বিস্ফোরণের তদন্তে কেন্দ্রীয় সংস্থাকে নিয়ে আসার দাবি জানাল বিজেপি। বিস্ফোরণের অদূরে বিশাল সমাবেশ করে এমনই দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্বে। সেই সঙ্গে তৃণমূল নেতা তথা ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জটিল মণ্ডলকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ষাটপলসা অঞ্চলের বারগ্রামে বিস্ফোরণে উড়ে যায় একটি ধান কল মিলের আজবেস্টসের ছাউনি। ঘটনাটি ঘটে জটিল মণ্ডলের বাড়ির কাছেই। ঘটনা ধামাচাপা দিতে রাতারাতি বিস্ফোরণ হওয়া ঘরে খড়ের ছাউনি দিয়ে দেওয়া হয়। তবে বিস্ফোরণের তীব্রতা দেওয়ালের ফাটলই প্রমাণ বহন করে চলছে। তবে ভয়ে মুখ খুলতে চাইছে না কেউই। ইতিমধ্যে ক্ষতবিক্ষত এক যুবকের ভিডিও ভাইরাল হয়েছে।
বিরোধীদের দাবি, ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। অভিযোগ পুলিশও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু করেছে। এরই প্রতিবাদে বুধবার বিকেলে এলাকার দারকান্দি গ্রাম থেকে মিছিল করে বিজেপি। ষাটপলসা হাটে শেষ হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য কমিটির সদস্য অর্জুন সাহা দাবি করেন, “কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করা হোক। কারণ রাজ্য প্রশাসন ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে। তাদের দিয়ে তদন্ত করলে নিরপেক্ষতা থাকবে না। তার আগে বোমা বাঁধতে মদত দেওয়ার জন্য জটিল মণ্ডলকে গ্রেফতার করতে হবে”।
এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সহ সভাপতি বিশ্বজিত মণ্ডল সহ ময়ূরেশ্বরের দুটি ব্লকের চার মণ্ডল সভাপতি। বিজেপির মিছিল উপলক্ষ্যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।