এবার প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার ভারতের আমন্ত্রণ গ্রহণ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। ব্রিটিশ বিদেশ সচিব ডমিনিক রাব একথা জানিয়ে বলেন, সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়া নিঃসন্দেহে ভীষণই গর্বের বিষয়। ২৭ বছর পর ব্রিটেনের কোনও প্রধানমন্ত্রী সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
We want to deepen our economic partnership with India…We're committed to building a stronger defence & security partnership with India, that will help us tackle shared issues related to terrorism, maritime security including piracy in Western Indian ocean: UK Foreign Secretary https://t.co/6S3fwJ9DeQ pic.twitter.com/I2aRCjuaRY
— ANI (@ANI) December 15, 2020
ভারতের আমন্ত্রণ গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে G-7 Summit-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ব্রিটেন। এদিন ব্রিটিশ বিদেশ সচিব ডমিনিক রাবের সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বরিস জনসনকে আমন্ত্রণের মধ্যে দিয়ে কূটনৈতিক কৌশলও জোরদার করতে চলেছে ভারত। দু’দেশের সম্পর্ক মজবুত করতেই এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
I think you're comparing apples & oranges. UK wasn't part of the RCEP…our experiences on RCEP can't carry over to discussion with UK…There's a serious intent to take trade relationship forward: EAM on being asked about "free trade agreement with UK & India not signing RCEP " pic.twitter.com/HY3pRmcNOA
— ANI (@ANI) December 15, 2020
শেষবার ১৯৯৩ সালে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কয়েক সপ্তাহ আগে টেলিফোনে কথোপকথনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ২৬ জানুয়ারি দিল্লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেদিন মৌখিক সম্মতি জানালেও মঙ্গলবার সরকারিভাবে সেই আমন্ত্রণ গ্রহণ করলেন বরিস জনসন।