নাকা চেকিং
Share it

কোনও গাড়িতে লেখা গভর্নমেন্ট অন ডিউটি! কোথাও বা নীল বাতি। পার্সোনাল গাড়িতে সরকারি লোগো লাগিয়ে অবাধেই চলছে যাতায়াত। কলকাতায় দেবাঞ্জন, সনাতনদের মতো ঘটনা নজরে আসতেই এবার বিশেষ তৎপর হল জেলা পুলিশ। মুর্শিদাবাদেও বিভিন্ন জায়গায় চলছে পুলিশি চেকিং।

জঙ্গিপুরেও দেখা গেল বিশেষ পুলিশি তৎপরতা। রাস্তায় অন ডিউটি গাড়ি কিংবা নীল বাতি লাগানোর পাশাপাশি সরকারি লোগো লাগানো গাড়ি দেখলেই আটকাচ্ছে পুলিশ। গাড়ি দাঁড় করিয়ে কাগজপত্র সহ চলছে নাকা তল্লাশি। ফরাক্কা থানার পুলিশ বেশ কয়েকটি গাড়িকে এদিন আটক করে জিজ্ঞাসাবাদ করে। ফরাক্কার নিউ ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়ক কার্যত কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। আগামীদিনেও এই তল্লাশি জারি থাকবে বলে জেলা পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।

গত কয়েকদিন ধরে রাজ্যে অনেক গাড়িতেই সরকারি লোগোর অপব্যবহারের অভিযোগ উঠেছে ভুড়িভুড়ি। সম্প্রতি ভুয়ো IAS অফিসার সেজে টিকাকরণ করতে গিয়ে পুলিশের জালে গ্রেপ্তার হওয়া দেবাঞ্জনের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জেলা পুলিশ।

Share it